আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের দিয়ালাতে (জশনে তাকলিফ) অর্থাৎ কিশোরী মেয়েদের ফরজ কর্তব্য ওয়াজিব হওয়ার আনন্দ উৎসব, এই উৎসবের ১২তম বার্ষিক উদযাপন, আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর পবিত্র মাজারের অংশগ্রহণে এবং ইমাম মাহদী (আ.ফা.) ফাউন্ডেশনের সহযোগিতায়, বাকুবার দিয়ালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। কিশোরী কন্যাদের ফরজ কর্তব্যের মধ্যে পবিত্রতা প্রচারের লক্ষ্যে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।





Your Comment